এপার ওপার দুপার নিয়ে
বিধির আজব খেলা
রঙের জীবন ঢঙে কাটাই
চলায় হেলাফেলা
কেউ জানি না ওরে ও মন...
ডুববে কখন বেলা।।
স্বার্থ নিয়ে হিসাব করি
গাই সুবিধার গান
শূন্য হাতে ফিরতে হবে
পড়লে সুতোয় টান
যাই রে ভুলে এই দুনিয়া
দুই দিনের এক মেলা।।
পাপ পুণ্যের বোধ শূন্য
মানুষ তবু নামে
কত স্বজন বিদায় হল
আমার ডানে বামে
মরণ ভুলে তবু ভাসাই
মিথ্যে সুখের ভেলা।।