এক বালতি দুধের মাঝে
একটি ফোটা মুত্র
সংগোপনে যোগ করে দেয়
মীরজাফরের পুত্র
তাতে যদি বেড়িয়ে আসে
নতুন কোন সূত্র।
সেই সুত্রের সুতোয় ধরে
জোরছে দিবে টান
আসবে তাতে রাজ্যজুড়ে
দিন বদলের গান
নৌকা করে পৌঁছে দিবে
গোলায় শালিধান!
বাঙাল খাবে ভাতের বদল
শালিধানের খই
মুত্র যোগের দুগ্ধ হবে
গামছা বাঁধা দই
দইয়ে খইয়ে মাখামাখি
আনন্দ হই চই!