নন্দের আনন্দ
খিলখিল হেসে
মায়ের আনন্দ
ওকে ভালবেসে

রাধার আনন্দ
কৃষ্ণের_ বাঁশি
প্রকৃতির আনন্দ
তার রূপরাশি।

আনন্দ করে যে_
বেশিদিন বাঁচে
অসুখ সহজে না
আসে ধারেকাছে

দুঃখগুলোকে তাই
আনন্দে ঢাকো
অন্যকে ভাল রেখে
নিজে ভাল থাকো।