কিচ্ছু করার নাই-
ইচ্ছে মত কিচ্ছে বানাই
শুনিনা যে ধানাইপানাই
লুটেপুটে খাই
যখন যেটা মনে আসে-
আইন করে নি’ তাই!

আমার কাছে
লাইসেন্স আছে
তাই ভাবিনা আগেপাছে
থাকতে পারি গোশে-মাছে
আমি মালেক সাঁই-
এই অফিসের কর্তা আমি
আমার উপর নাই!

পদ-পদবী
সেটাও আছে
তলার খাবো, খাবো গাছে
তুমিও খাবে, যদি... বাচে
সোজা কথা ভাই
নিজের কর্ম নিজের ধর্ম
বুঝতে হবে সেটার মর্ম
সেই গুণগান গাই
কিচ্ছু করার নাই।।