অনেক হলো-
এবার একটু থামো
উপর থেকে
একটু নীচে নামো!

একটু দেখো
ওদের পানে চেয়ে
কংকালসার
না খেয়ে না খেয়ে।

গণতন্ত্রের-
মন্ত্র শোনাও ঠিকই
বাস্তবে কেউ
দেখে না ওর টিকি।

এভাবে আর
চলবে কত কাল?
ক্ষেপলে ওরা
বদলে যাবেই হাল।