দেশটা যদি গণপ্রজাতন্ত্রী...
তুমি কে হে মাননীয় মন্ত্রী!

সবটা রেখে করপুটে-
খাচ্ছো লুটে...
যখন যেমন খুশী!
মনে রেখো আমি তোমায়
পদে রেখে-
বেতন দিয়ে পুষি!

আমার শ্রমে, আমার ঘামে-
পোদ্দারী তো করছো চামে!

আমি হলাম আমজনতা
মনের কথা...
মনেই রাখি চেপে!
সময় মত দুঃখ যত
ফেরত দেবো
তোমায় মেপে মেপে!