ইসলাম থেকে- রাজনীতিটা
কখনো কখনো বড়
এই যে যেমন ধরো-
ফিলিস্তিনে- মরছে মুসলমান
ওদের প্রতি আছে এখন টান?
উল্টো দেখি যিনি-
ইসরাইলকে রসদ করে দান
তাকে তারা ডাকে আব্বাজান।

আব্বাজানের- কৃপায় যদি
একটা সুযোগ মিলে
শান্তি খোঁজেন দিলে
সত্যটাকে চাদর দিয়ে ঢেকে
মনে মনে স্বপ্ন চলেন এঁকে।
লড়াই লড়াই খেলা
(স্বার্থ বুঝে) লক্ষ্যটা ঠিক রেখে!
কী শিখলে তুমি ওদের থেকে?

তুমি আমি যেই ইসলাম
মনের ভেতর রাখি
ওদের আছে তা কি?
ধর্ম যখন ব্যবসা হয়ে দাঁড়ায়
পবিত্রতা গড্ডালিকায় হারায়
ভাঁওতাবাজির ফাঁকে
মোল্লা তখন সকল সীমা ছাড়ায়
ধর্ম কেবল থাকে নাড়ায়-চাড়ায়।

সত্য কথা বললে এখন
হতেই হবে দোষী
চলুক যেমন খুশি!
চাইতে পারো তুমি সেটা জানি
আমি বা কেন করবো টানাটানি?
আমিও মুসলমান
আল্লাহ্ এবং রাসুলকে তো মানি
আমার কাছে ইসলাম নয় ফানি!