আমি রাজা- মোহন দাশ
কাটি নাতো ঘোড়ার ঘাস!
আমার কাছে
হিসাব আছে
কয় টন হয় আলুর চাষ।
তুলে নেবো- পিঠের চাম
বাড়লো কেন আলুর দাম?
মজুতদার-
অজুতদার
ভুলিয়ে দেবো বাপের নাম!
দেবো নারে কাউকে ছাড়
রাজ্যে যত- চোর-চামার!
সকল ভুলে-
তুলবো শূলে
নইলে মটকে দেবো ঘাড়।
আমি রাজা- মোহন দাশ
এই রাজ্যে চোরের বাস?
হবে নারে
রবে নারে
করবো ওদের সর্বনাশ।।