আমি মধ্যবিত্ত!
এই সমাজে চলতে গিয়ে-
কষ্ট ভাঙ্গি নিত্য।
সবাই দেখে উপরে ফিটফাট
ভেতরখানা আমার গড়েরমাঠ।
জীবন জুড়ে কেবলই দুর্ভোগ
পান্তাখেতে হয়না নুনের যোগ
অনটনের হাজার জ্বালা সই
অর্ধাহারে অনাহারেও রই।
কিন্তু এসব কইনা কারো কাছে
মানসম্মান হারায় যদি পাছে।
আজকে যেমন রইবেনা তা কাল
নিত্য নতুন স্বপ্ন ছড়ায় ডাল।