কর্মে ফাঁকি ধর্মে ফাঁকি
থাকি ফাঁকির রাজ্যে
ফাঁকি ছাড়া এই জগতের
হয়না কোন কাজ যে!
ধোকা খেয়ে বোকা শেখে
আমি বোকার হদ্দ
কবি হবার ক্ষীণ আশায়
লিখছি রোজই পদ্য!
সদ্যকালের পদ্য-পাঠক
চলেনা কেউ উল্টা-
আঙুল দিয়ে দেখায়না যে
কোথায় আছে ভুলটা।
ভুলটা এঁকে মূলটা ঢেকে
উর্ধশ্বাসে চলছি-
সুযোগ পেলে একে ওকে
‘আমি কবি’ বলছি!