তোদের সাথে পারি না
অই জমি সর-কারি না
ওটা আমার দাদার ছিলো
দখলটা তাই ছাড়ি না।
আমার কাছে
দলিল আছে
সত্যি বলছি ঝারি না।
খাস হলে তো তোরা পাতি
আবাদ সাবাদ করে খাতি
মাথা গোঁজার ঠাঁই বানিয়ে
থাকতি নিয়ে ছেলে নাতি
বলছিরে ভাই
উপায় তো নাই
এতো মামার বাড়ি না!
মামলা করে দেখতে পারিস
আমি কিন্তু হারি না!