তুইও ভালো, সেও ভালো
আমি কেবল মন্দ
আমার গায়ে লেগেই থাকে
অন্যরকম গন্ধ।
গন্ধ শুঁকে শুঁকে-ই তোরা
করতে পারিস সন্দ’
তাতে করে বাড়ে বাড়ুক
মনের দ্বিধা-দ্বন্দ্ব!

দেখে-শুনে তোদের মত
হই না কালা-অন্ধ
চলতে গিয়ে পায়ে পায়ে
মিলছে না যে ছন্দ!
উচিত কথা বলতে যে তাই
মুখ রাখি না বন্ধ
সারাজীবন ন্যায়ের সাথে
মিলিয়ে যাবো কন্ধ*!

কন্ধ > ষ্কন্ধ > কাধ