আমি চাষা স্বপ্ন আশা
দেই না জলাঞ্জলি
পাথরেও ফুল ফোটাবো
দৃঢ় কণ্ঠে বলি।
হঠাৎ ঝড়ে ভেঙ্গেছে গাছ
রয়েছে তার মুল
মুল থেকে-ই কান্ড হবে
পাতা এবং ফুল।
সেই ফুলেরই সুবাস নিয়ে
মাখবে বাতাস গায়
নতুন সাজে সাজবে ধরা
আল্লাহ্ যদি চায়।
##
আমি চাষা মাটির ভাষা
আছে আমার জানা
রপ্ত আছে জেগে ওঠার
কায়দা-কানুনখানা।
মাটি সে তো সুফলা হয়
ঝড়-বৃষ্টির পরে
আবারও বীজ বুনতে হবে
যত্ন-আত্মি করে।
পরিচর্যায় সুফল আসে
আল্লাহ করেন দান
ন্যায়ের সাথে থাকেন তিনি
রহিম! রহমান!!