আমি_
তোমার মত
নই তো অত দামী
বৃষ্টি ভিজি, রোদে আবার ঘামি
তবু কী জানো_
তোমার মত করি না চামচামি!
পরকে জিতাই
নিজে নিজেই ঠকি
উল্টো হলে আপনাকে ফের বকি
আমার হিসাব_
আমি তো নই রাখেন অন্তযামী।
স্বার্থ খুঁজে
হই না আগু পিছু
মানবতায় রাখি সকল কিছু
সেই কারণে_
এই সমাজে পাই না কোন দামই।