আমাদের আমেনা
সে যে কোন কামে না
এই কথা ভুল!
আমেনা তো সারাদিন
কাজে মশগুল!

আম পারা, জাম পারা
ধরে মাছ কারা কারা,
কে খেলো কই তাড়া,
এই পাড়া, ঐ পাড়া,
কার বাড়ি, কে ভাড়া,
মৌচাকে দেয় নাড়া,
হুল খেয়ে দিশেহারা,
কাজে নেই কুল!
আমেনা যে কামে না
এই কথা ভুল!

বাগানের কোন গাছে
শালিকের বাসা আছে!
কোন ছানা আগে-পাছে!
কোন ডালে ফিঙে নাচে!
জেনে নিন তার কাছে-
আজ রাতে কোন গাছে
ফুটবেই ফুল!
আমেনা যে কামে না,
এই কথা ভুল!

সব দিকে রাখে তাল,
ইশকুলে ফাষ্ট গার্ল,
টিচারেরা আজ-কাল,
খোঁজ করে তার হাল-
দুধে ভাতে চিরকাল
থাকুক দোদুল!
আমেনা যে কামে না,
এই কথা ভুল!

______________
# ০৪ সেপ্টেম্বর ২০১৫, লালমনিরহাট।