আমার খুকি- সূর্য্যমুখী
গাইতে জানে গান
কণ্ঠে যে তার যাদু মাখা
শুনলে জুড়ায় প্রাণ!
দোয়েল শ্যামা ময়না টিয়া
খুকির সাথে গায়
নিত্য তারা জলসা করে
বাড়ির আঙিনায়!
আমার খুকি হাস্যমুখী
সোনালী তার কেশ
নুপুর পায়ে ঝুমঝুমাঝুম
নাচতে পারে বেশ!
খুকির নাচন দেখে হাসে
বনের যত ফুল
ছন্দ তালে সুবাস মেখে
পায়না তারা কূল!
আমার খুকি আমার কাছে
খোদার সেরা দান
সবাইকে সে ভালোবাসে
রাখে সবার মান!