আমার বাবা সবার সেরা
তার তুলনা নাই-
যখন যেটা চাই
কোন কোন জিনিস আবার
না চাইতেও পাই।
আমার বাবা অতি মহান
অতি দয়াবান-
সবার ভালো চান
সবার প্রতি থাকে ওনার
ভালোবাসার টান।
প্রভূর কাছে দুহাত তুলে
সকল সময় কই-
আমিও যেন হই
বাবার মত; বড় হয়ে-
ন্যায়ের পথে রই।।