ঈদ সে তো তোমাদের
আমাদের কই
আমরা পথের শিশু
পথেঘাটে রই।
নেই বাড়ি নেই ঘর
স্বজনও তো নেই
জীবনের পদে পদে
হারাচ্ছি খেই!
তোমাদের ফেলে দেয়া
পঁচা-বাসি খাই-
ক্ষুধা নিয়ে ঘুরিফিরি-
অভিযোগ নাই।
হতাশায় দিন কাটে
র্নিঘুম রাত
আমাদের সব কিছু
এই ফুটপাত।