ইচ্ছে করে
ছোটন হয়ে যাই
মায়ের হাতে-
দুধমাখাভাত খাই।
বিনি আপুর-
টেনে ছিঁড়ি চুল
সাত-সকালে
বাধাই হুলুস্থুল!
ইচ্ছে করে
ডিগবাজি খাই মাঠে
বিঘ্ন ঘটাই-
শিবু দাদার পাঠে।
বড় জেঠার
হুক্কাতে দেই টান,
পড়ার সময়
গাই হাসুনের গান।
ইচ্ছে করে
বন-বাদারে ঘুরি,
পাখির সাথে
পাল্লা দিয়ে উড়ি।
মাছের মত
জলে সাঁতার কাটি
ধান কাউনের
আলে আলে হাঁটি।।