ভেবো না মা তোমার খোকা
এতই আত্মভোলা-
চলতে গেলেই হোঁচট খাবে;
নয়ন আমার খোলা।
ন্যায়ের পথে করবো লড়াই
কান্তার, মরু, দুর্গম- চড়াই
দুঃসাহসিক দেবোই পাড়ি
ভূবন দেবো দোলা।
সত্য রথে- আলোর পথে
নয়ন আমার খোলা।।
আল কোরানের বাণী মুখে
থাকবে যে আমার
সম্মূখে পা ফেলবো বলেই-
আাল্লাহু আকবার!
উকিল আমার দয়াল নবী-
ক্ষমা করিবেন আল্লাহ্ সবি
অসৎ জনের কাছে কভূ
মানবো না যে হার!
সাহস বুকে রাখবো মুখে-
আল্লাহু আকবার!!