আঁকিয়ে সে বেশ!
আমাদের ক্লাশে পড়ে
নাম- মোকলেশ
কলমের আঁচড়ে আঁকে
রূপসী এ দেশ!
আঁকে গ্রাম ঘর-বাড়ি
গাছপালা সারি সারি
নদী আঁকে, নাও আঁকে
আঁকা নেই শেষ!
আঁকে ফুল, আঁকে পাখি
মেঘ-আকাশ মাখামাখি
ক্ষেতভরা ফসল আঁকে
আঁকে গরু-মেষ!
সকলেই দেখে বলে-
আহা বেশ বেশ!
এক দিন চিনে নেবে
তোকে গোটা দেশ!