স্বর্ণরেখার বর্ণমালায়
লিখতে শিখো আজ
উড়ে এসে জুড়ে বসে-
কে করছেন রাজ?
- চতুর ধরিবাজ!

যতই দেখি চমকে উঠি
তোমার কারুকাজ
বৈষম্যের ইস্যু তুলেই
সাম্য করো ভাজ!
- সাবাস মহারাজ!

মুখপোড়ারা বলে তোমার
একটুও নাই লাজ!