তুমি যেটা পেরেছো
আমার দ্বারা সম্ভব হয়নি
মরা নদীতে সাঁতার কাটছি
মাঝে মাঝে ডুব দিয়ে মণি-মুক্তা খুঁজি
খুঁজেই চলছি।
বাস্তবতা আড়াল করতে-
হতাশার দেয়ালে কবিতা লিখি
ভাবি সব ঠিক হয়ে যাবে
ঠিক হয় না।
কী করে ঠিক হবে
সময় তো উল্টো দিকে ঘোরে না।
তার একমুখো গতি
সবকিছু পাল্টে গেছে
যারা দুমুঠো অন্ন পেতো না দুবেলা
তাদের বাড়িতে আজ মস্ত দালান।
মাঠের উত্তরে কৃষ্ণচূড়া গাছের নীচে
শৈশব খুঁজতে গিয়েছিলাম সেদিন
সেখানে কিচ্ছু নেই
পাশের পুকুরটা পাঁচতলা দালান হয়েছে।
সবকিছুর পরিবর্তন
শুধু আমি
বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রী এনেও
একটু বড়ো হতে পারলাম না।