এবার দলে নাম লিখেছি
পকেটটা তাই বড়
বড় কেন? দেখতে পাবে
একটু সবুর কর!
শরীর স্বাস্থ্য? জাগবে সেও
আস্তো গিলে গিলে,
গিলবো এমন পেটুকশা’রও
চমকে যাবে পিলে!
দরকারী সব সরকারি মাল
নাগালে যাই পাবো
ব্রীজ-কালভার্ট, বাজার ও ঘাট
শুধুই গিলে খাবো।
আস্থা রেখেই রাস্তা খাবো
সাথে নদী-নালা,
এতদিন তো উপাস ছিলাম
এখন গিলার পালা!