নদী এখন সাগর থেকে
বইছে পাহাড় পানে
মেঘ ছুঁতে হয় কেমন করে
ঝরণা সেটা জানে।
ইঁদুর দেখে বিড়াল এখন
থরথরিয়ে কাঁপে
বক ছেড়েছে জলে নামা
খলসে-পুঁটির চাপে।
বাঘরা পালায় হরিণ দেখে
খায় যদি সে গিলে
শাপলা ফোটে ফুলবাগানে
গোলাপ ফোটে বিলে।
দ্বারে দ্বারে ফিরছে ধনী
শুধুই পেটের জ্বালায়
কামলারা সব আমলা সেজে
দেশটা এখন চালায়।