কালকে আদায় করবি নামাজ
আজ কেন নয়, বলবি?
নিজেকে নিজেই ফাঁকি দিয়ে তুই
আর কতো দিন চলবি?
মৃত্যুকে তুই কি করে ঠেকাবি?
এখনই তো পারে আসতে!
প্রস্তুতি নেয়ার সময় পাবি কি?
পারবি কি যোগ্য সাজতে?
কালকের কাজ কালকে করবি-
জুম্মা বার আজ চল তো!
গাছ লাগালে তবেই না তুই
ঠিক পাবি ঠিক ফল তো!!