মাল কী আছে ছাড়
তা না হলে হাজতঘরে
দেবো কঠিন মার!
উঠিয়ে নেবো চাম-
ভুলে যাবি কি ছিল তোর
ঠাকুর দাদার নাম!

ব্যবসা করিস গাঁজার?
নষ্ট করে যুব-সমাজ
কামাস হাজার হাজার?
ঘুচবে রঙের মেলা-
আইনের হাত লম্বা কত
বুঝবি এবার ঠ্যালা!

টানবি জেলের ঘানি
ঝুট ঝামেলার চেয়ে ভাল
দে কিছু মালপানি।।

=================================
প্রকাশিত : রূপান্তর প্রতিদিন, যশোর, বাংলাদেশ।
https://www.erupantorprotidin.com/paper/2024/06/11/1