এই আমাদের এই সমাজে
আছে দাড়ি আর কমা যে
সবার জন্য নয়-
কারো কারো চলতে গেলে
ওসব মানতে হয়।।

উপর তলার মানুষ যারা
নিয়মনীতির উর্ধে তারা
ঝুট-ঝামেলা কম-
নীচু শ্রেণির মানুষগুলোই
পোহায় তা হরদম।।