একটুখানি সুখ কিনতে
এই শহরে- এসে
তাল বেতালে
দুখের জালে
কখন গেলাম ফেঁসে!

মানুষ হেথায় শুধুই নামে
কাটছে জীবন শ্রমে ঘামে
অনুভূতির সব হারিয়ে-
যন্ত্রদানব বেশে।

ইট-পাথরের উচ্চ দেয়াল
কেউ রাখে না কারো খেয়াল
পরোপকার করতে গেলে
থমকে জীবন শেষে!