সেদিন রাতে এই প্রবাসে
একটা খুকি- স্বপ্নে আসে
মিষ্টি হেসে কয়-
জানিস আমার বয়স কত?
কালকে হবে ছয়!

এলাম তোকে নিয়ে যেতে
শীতের_ পুলিপিঠে খেতে
নবান্নের উৎসবে
তোর কী ওসব মনে আছে
সেই খেয়েছিস কবে?

কথা শুনে- চমকে উঠি
ভিজে আমার নয়ন দুটি
কাঁপন ধরে গায়
এমনি করেই মধুর স্বরে-
বলতো কথা মায়!

ছ’ মাসের এক মেয়ে রেখে
পারি দি’ছি স্বদেশ থেকে
বছর সাড়ে-পাঁচ
ফিরতে হবে মায়ের বুকে
করছি ভীষণ আঁচ।

https://www.facebook.com/photo?fbid=3379661715497735&set=a.544108805719721