এই যে আমি- অগ্রগামী
চিন্তাধারায় খুশি
মনের ভিতর রেখে ইতর
যতন করে পুষি
চলার পথে অমিল মতে’
পেলেই মারি ঘুষি!
এই যে আমি- একটু থামি
সুযোগ যদি মিলে
ছোঁ-মেরে নেই হারিয়ে খেই
যেমনটা নেয় চিলে
নয়া মিশন- ইচ্ছে ভীষণ
সবটা খাবো গিলে!
এই যে আমি- সবচে দামী
সবচে ভালো বুঝি
দেশের কাজে সকাল সাঁঝে
দশের ভালো খুঁজি
সবাই জানে তাইতো মানে
আমায় সোজাসুজি!