আদর্শহীন রাজনীতিতে
হঠাৎ হলে নেতা
স্বার্থবাদী মনে থাকে
নির্বাচনে জেতা।
জেতার আশায় ছলাকলা
বিনয় করে- মিথ্যে বলা
ঘসে মেজে-
আপন সেজে
দেখায় আদিখ্যেতা!

রাজনীতিটা রাজার নীতি
রাজাই যদি ঠক
তার আহ্লাদ পেতে কারো
হতেই পারে শখ।
শখের সাজন ঋষিমুনি
ন্যায়পরায়ণ জ্ঞানীগুণী
আমজনতা-
বোঝে না তা
যারা আহাম্মক!