বাবা বলেন- জীবনের এক
লক্ষ্য থাকা চাই
ভাবছি আমি বড় হয়ে
কী হবো গো তাই!
ডাক্তার নাকি ইঞ্জিনিয়র
কোনটা ভালো হয়
শিক্ষকতাও দারুণ পেশা
অনেক জনে কয়!
আবার ভাবায় বিজ্ঞানীদের
আবিষ্কারের নেশা
নাকি বিমান চালক হয়ে
করবো শুরু পেশা!
আম্মু বলেন-হও না যেটাই
আগে লেখাপড়া
বিদ্যা ছাড়া কোন পেশা-ই
দিবে নাতো ধরা।