কে খাচ্ছে কি
খবর রাখিনি
নিজে খেয়েছি ঘৃত্য
এবং করেছি নৃত্য।
কূটকৌশলে-
পাহাড় সমান
গড়েছি নিজের বিত্ত
করেছি আয়েশি চিত্ত।
ভাবিনি কখনও
পরের কথা-
জ্বলেনি কখনও পিত্ত
কেমন রয়েছে ভৃত্য!

এখন আফসোসে জ্বলছি
চার বেহারার
খঁটিয়ায় চড়ে
সাড়ে তিন হাত
মাটির ঘরে
শূন্য দু'হাতে চলছি...
কেউ শুনছেনা আমার কথা-
যত চিৎকারে বলছি।