দেশের সকল খেয়ে নকল
ধকল সয়ে- নাচি
খুবতো ভালো আছি
বেশতো ভালো আছি
এসব বলেই বাঁচি!
মনটা কাঁদে নয় তা সাধে
ফাঁদে আটক রোজ
নিত্য পাচ্ছি ডোজ
পড়ছি কেবল খাদে
রাখছে না কেউ খোঁজ!
প্রতি ক্ষণে- ঝাপাই রণে
মনে স্বপন আঁকি
আশায় আশায় থাকি
বাস্তবতা সামনে এলে
দেখি সবই ফাঁকি।