- শ.ম. শহীদ

আমি হলাম বীরের জাতি
ভয় করি না ভয়-
রক্তে কেনা অই পতাকা-
আমার পরিচয়!

এই মাটিকে ভালোবেসে
জীবন দেবো হেসে হেসে
প্রস্তুত আছি
আবার যদি
যুদ্ধে যেতে হয়!

স্বদেশের এই বায়ু জলে-
সকল শহিদ কথা বলে
রফিক শফিক
আমারই ভাই
ভুলে যাবার নয়!

আবার যদি দখল নিতে
শত্রু আসে হানা দিতে
সৎ সাহসেই
রুখে তাদের
আনবো কেড়ে জয়!