আয়রে ভোঁদড় দেখে যা
চিতল মাছের উদোম গা
লেজের ডগায় কালো টিপ
খোকার হাতে লম্বা ছিপ
জলের উপর দিচ্ছে ঘা!

আয়রে হুতুম দেখে যা-
সারস পাখির লম্বা পা
গুতুম মাছের ছালুন আখায়
লঙ্কা তাতে চক্ষু পাকায়
কোমড় দোলায় ফজার মা!

আয়রে হুলো দেখে যা-
ঘরের চালে টুনির ছা
টুইক- টুইক চেঁচিয়ে তারা
দিচ্ছে জানান গোটা পাড়া
উড়ে কোথাও যাচ্ছে না!