আয় দেখে যা বনের পাখি
ময়না শালিক টিয়ে
দুধ মাখা ভাত খাচ্ছে খোকা
তালমিছরি দিয়ে।

খোকার সাথে আর কে খাবি
তিনটি ভাগের একটি পাবি
কাঠবিড়ালির ছানারা যে-
একটি যাবে নিয়ে।

জলদি করে আয় দেখে যা
ময়না শালিক টিয়ে
দুধ মাখা ভাত খাচ্ছে খোকা
তালমিছরি দিয়ে।।

রচনাকাল ২৭ এপ্রিল ২০২৪, লালমনিরহাট।