ভাববেন না তেল মারছি
তেলের অনেক দাম
বেহিসাবি করবো খরচ
নেই তেমন ইনকাম।

ভালোভাবে বলছি এবং
করছি অনুনয়
কানের নীচে দেবো যদি
মেজাজ খারাপ হয়।

আমি হচ্ছি আমজনতা
সকল কিছু পারি
ইচ্ছে হলে ক্ষমতা দেই
ইচ্ছে হলেই কাড়ি।।

______
১৭ এপ্রিল ২০২৫
মেট্রোরেল, পল্লবী, ঢাকা।