এদেশ আমার মা-
মায়ের জন্য নরকেও
ফেলতে পারি পা!

বৈরীরা সাবধান!
ভুলেও কেউ করিস না এই
মায়ের অপমান-
স্মরণ রাখিস তা-
শত্রু পেলে পাঁজরজুড়ে
মারবো কষে ঘা!

মায়ের মলিন মুখ-
দেখলে আমার হারিয়ে যায়
বেঁচে থাকার সুখ!
তাই বলছি- হাঁ,
ষড়যন্ত্রের জাল বিছিয়ে-
ক্ষতি করিস না!

বুঝিয়ে দিলাম তাই
আমার মত আরও আছে
লক্ষ-কোটি ভাই!
দেশকে ভাবে মা-
মায়ের জন্য জীবনবাজি
রাখতে ভোলে না।