ভাল থাকা হয়নি কখনো
                ক্রমিক-নংঃ ৩০৪
       ____ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)

অনেক দিন আগে
একবার খুব করে ঝগড়া হয়েছিলো
শেষ বিকেল আর ভাল থাকার সঙ্গে
দূরভাগ্যবসত ভাল থাকারই পরাজয় ঘটে।
তার পর থেকে আর ভালো থাকা হয়নি কখনো
থাকব কেমন করে, সে তো চলে গেছে
আমায় একা ফেলে নিঃসঙ্গ বিকালের কাছে
যেখানে সবাই তার আপন মোহে অনবরত ব্যস্ত।।

অনেক দিন আগের কথা
তখন আমি নতুন নতুন কবিতা লিখি
চারদিক থেকে নতুন নতুন সব শব্দ কুড়িয়ে
আমার লাল-নীল মলাটে কারুকার্য খছিত
খাতায় গুজে রাখি। নতুন কিছু করার প্রত্যয়ে
কিন্তু সেটা আর সম্ভব হয়নি কখনো।।

বলছি শেষ সকালের কথা
গত সকালে খুব করে বৃষ্টি হচ্ছিল
ভেবে ছিলাম আজ আর কোথাও যাব নাহ।
বৃষ্টি মানে কাঁথা মুড়ি দিয়ে সারাটাদিন
দিব্যি ঘুমিয়ে থাকা, স্বপ্ন কেবল স্বপ্নই রয়।
একটু বাঁধে ডাকলে তুমি চলো দু'জনে স্বাক্ষাৎ করি
এক আকাশ ভাল লাগা নিয়ে ছুটে গেলাম নির্ধারিত স্থানে
গিয়ে কিছুটা চমকিত হলাম
দেখি তুমি অনেক আগেই এসে গেছো।।

তবে আজ তোমায় কিছুটা অন্যরকম লাগছিলো
তারপরঃ সব চলকলা শেষে হাতে তুলে দিলে রঙ্গীন খাম
বেশ করে করলে মিনতি, যেন আমি তোমার বিয়ের বরযাত্রী!
যেন তুমি আমাকেই করবে বিয়ে যতসব নেকামি!
অতপরঃ হাসি-মুখে তোমায় জানালাম বিদায়
বুঝতে দেইনি মনের আক্রশ আবেগ প্রণয়।
সব কষ্ট বুক পকেটে ফোটা ফোটা করে গড়িয়ে পড়তে লাগল
তখনও আমি স্থির চিরদানবীর খাদেম মশায়
তারপর থেকে আর... ভালো থাকা হয়নি কখনো।।

রচনাকালঃ ২৯ অক্টোবর ২০১৮ইং
লক্ষ্মীপুর।