ভাষা
ক্রমিক-নংঃ ৩২০
-- শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)
অ আ ক খ
বর্ণ বাক্য শব্দ ধ্বনি
দিলো যারা এনে,
নরপিচাসরা তাদের কন্ঠ
চিরতরে দিলো রুখে
কামান-ঘোলা বারুদ মেরে।
তাদের বুকের তাজা রক্ত
ঝরে পড়লো রাজ পথে।
তাদের স্মরণে গান ধরি
প্রতি বছর একুশে ফেব্রুয়ারি!
একবারও কি করেছি আমার
খোদার তরে তাদের জন্য পরিহাদ?
দয়াবান হে-আল্লাহ্,
দাওগো তাদের জান্নাত।
যাদের কারণে মায়ের কোলে শুয়ে
শুনতে পারি মায়ের ভাষা মধুর ভাষা
আহা মোরি বাংলা ভাষা।
রচনাকালঃ ১৬ই ফেব্রুয়ারি ২০১৯ইং
বাগবাড়ী , লক্ষ্মীপুর।
[যেকোন ভুল-ত্রুটি মতামত অবশ্যই জানাবেন।
ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।]