অভিমানে দূরত্ব বাড়ে তাতেই যোগাযোগ কমে
এভাবে একদিন কাছের মানুষটা দূরে সরে যায়!
কল লিষ্ট অথবা ইনবক্সের সবার উপরে থাকা মানুষটা
নামহীন অভিযোগে কোথায় যেন হারিয়ে যায়!
তবুও শেষ বিকেল, মাঝরাতে একাকিত্ব নির্জনতাপ্রিয়
মানুষ'টিও একটা নিজের মানুষ খুঁজে।।

অবিশ্বাসের শহর জুড়ে সন্দেহ-বিচ্ছেদ রোজ ঘটে
আবার ভালবাসার নামে একদল তরুণ-তরুণী
বেপরোয়া সন্ধিপত্রে চুক্তিকষে পাশে থাকার।
সত্যি তো! তারা তো শুধুই পাশে থাকতে চায়
বুকের মাঝে অবস্থিত সাড়ে তিন ইঞ্চি হৃদপিন্ডে নয়...!!

আজ-কাল ভালবাসা যেনো
সস্তা কোন রঙ্গিন কাগজে মোড়ানো পণ্য,
ইচ্ছে হলেই সংগ্রহ করা যায়।
অথবা হাত ধরা পাশাপাশি হাটা
পার্কে-রেস্তারায় এভাবে সেভাবে শরির ছোঁয়া
এতোই সস্তা আজকাল ভালবাসা, সত্যি ভাবা যায় না!!

রচনাকালঃ ১৫-০২-২০২০ইং
বাগবাড়ী।