তোমাকেই করতে হবে প্রায়শ্চিত্ত
ক্রমিক-নংঃ ৩০০
___ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)
সেই দিন যাদের কথা ভেবে তুমি আমাকে ছেড়েছো
তোমার অস্তিত্ব হারিয়েছো, হারিয়েছো তোমাকে
হারিয়েছো তোমার নিখুঁত ভালবাসা।
সবার সামনে ভালো থাকার দিব্যি অভিনয় করে গেলে
তারা কি তোমায় ভালো রেখেছে...?
যতটা ভালো আমি হয়তো কখনোই রাখতে পারতাম না।
যে সুখ আর একটু শান্তিতে থাকার জন্য
অন্যের বুকে মাথা রাখলে, আমাকে দূরে ঠেলে।
আজ কি সত্যি তুমি সেই সুখ আর শান্তি পেয়েছো...?
নাকি ইচ্ছের ভুলে সময়ের মানষিক নির্যাতনে
ঝরিয়েছো বহুদিন ধরে সংগোপনে সহস্র ফোটা লোনা জল!
করেছো বলি তোমার ভালবাসা-সম্ভ্রম; তুমি পারোও বটে
নিজেকে নিশ্চিত অন্ধকারে ঠেলে দিয়ে,
সবার মুখে হাসি ফুটাতে আর বিষাদ যন্ত্রণা সইতে।
তবু মনে রেখো, তোমাকেই করতে হবে প্রায়শ্চিত্ত।।
রচনাকালঃ ২৭ জানুয়ারি ২০১৮ইং
স্থানঃ বাগবাড়ী, লক্ষ্মীপুর।।