তোমাকে খুঁজে পাই
✍শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)
ক্রমিক-নংঃ ৩৬৪
আমার কাছে তুমি মানে
প্রোপাইল পিক বিহীন এক আইডি,
তুমি মানে কয়েক মিনিট-ঘন্টা কিংবা
কয়েক দিন পর আসা একটি ক্ষুদে বার্তা।
শেষবার কবে শুনেছি
সেই শিহরণ জাগানো কন্ঠস্বর,
মন ভোলানো মিষ্টি-মধুর হাসি
সত্যি সঠিক হিসেব নেই তার।
হঠাৎ একদিন জানালে
আমাকে না বলে
পা রাখলে অন্যের ঘরে
পরিস্থিতির দোহাই দিয়ে।
তার কিছু মাস বাধে
একটি মিষ্টি বাবুর পিক পাঠালে।
প্রশ্ন করে ছিলাম, আমাদের বাবু?
উত্তরে; শব্দটা আমাদের নয়, আমার হবে!
তারপরে বুঝে গেলাম
তুমি আর তুমি নেই!
বহুদিন আগে আপনিতে পরিনিত হয়েছো
ভুলে গিয়ে পিছুটান, গড়ে দিয়েছো ব্যবধান।
তবে পাগলামীতে আমিও কম যাই কিসে
খুঁজতে খুঁজতে পেয়েও গেলাম তোমার'ই নামে।
তোমার'ই মত কথা বলে, মিষ্টি করে হাসে
আমাকে কনফিশনে ফেলে দেয়,তেমনি এক অরচিতা'কে।
দিন-তারিখের হিসেব রাখার বদঅভ্যাস
বহুদিন আগে ছেড়ে দিয়েছি।
শুধু ছাড়তে পারিনি রাত জেগে কবিতা লেখা
এখানে আমার যত সুখ, হাসি-কান্না,ব্যর্থতা-সফলতা।
রচনাকালঃ ২৫শে সেপ্টেম্বর ২০১৯ইং
বাগবাড়ী, লক্ষ্মীপুর।
বিঃদ্রঃযেকোন ভুল-ত্রুটি নজরে পড়লে অবশ্যই জানাবেন।