তারুণ্যের মিছিল
ক্রমিক-নংঃ ৩০৭
----শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)
তারুণ্য মানে আত্মার আকাশে, সৃষ্টিশীল আবেশ
তারুণ্য মানে মুক্তির আশ্বাসে নাম না জানা ফুলের প্রবেশ।
তারুণ্য মানে রঙ্গীন চোখে অঝোর স্বপ্ন ঝরে-গড়ে
তারুণ্য মানে শান্তির প্রত্যয়ে সমুজ্জ্বল চির চঞ্চল।।
তারুণ্যের মিছিলে তুলেছি হাত
করেছি অন্যায়ের বিরুদ্ধে সহস্র প্রতিবাদ
তারুণ্যের আশ্রয়ে আমি চির স্বাধীন-বাঁধাহীন
তারুণ্য মানে সোনালী সূর্যয় ত্রিশলক্ষ শহীদের ঋণ।।
তারুণ্যের শপথে দূর হোক সকল অন্ধকার
ধ্বংস হোক দেহ-খাদক, মাদক ভন্ড সাধক
আরও ধ্বংস হোক ছদ্দবেশী-দেশদ্রোহী অসধ সকল উপায়
চলো দেশ গড়ি ভালবাসায়-ভাল লাগায়, মায়া-মমতায়।।
তারুণ্যের জোয়ারে ভাসছে বিশ্ব, ভাসছে দেশ
তারুণ্য মানে সাহসী যোদ্ধার, পুনঃশ আবেশ।
বার-বার ফিরে আসুক, তারুণ্যের জোয়ার
আমার তোমার হাত ধরে জয় হোক মানবতার
জয় হোক বাঙ্গালী জাতির, জয় হোক সোনার বাংলার।।
রচনাকালঃ ১১ অক্টোবর ২০১৮ইং
বাগবাড়ী, লক্ষ্মীপুর।
[যেকোন ভুল-ত্রুটি মতামত অবশ্যই জানাবেন]