স্বপ্ন চুরি
ক্রমিক-নংঃ ৩০৮
____ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)
বিছানায় সুখ হয়েছে নিলাম
জানতে পারেনি অপরাজিতা!
কত টাকায় বিক্রি হলো
কে কিনলো জ্বীর্ণ-স্বীর্ণ শরীরটা!!
আজ সকাল হতে ভালো নেই মনটা
বুকের মাঝে দুপদাপ করে
কবে মিলবে কাঙ্ক্ষিত স্বাধীনতা।
কবে ফিরবে বাড়ি, ঘুমাবে মায়ের বুকে
মাথা রেখে লক্ষ্মী মেয়েটা।।
চুরি হওয়া স্বপ্ন বুঝি আর
ফিরত পেতে স্বাদ জাগে না
সেই তুমি যতই মুখে বলো, "না-না"...
একথা আমি কোন দিন বিশ্বাস করি না।
চাও ঠিকই, তবুও স্বীকার করো না।।
কারণ, এতো খুঁজেও পাওনি সেই অমানুষটারে.....
যে তোমায় মিথ্যা ভালবাসা দিয়ে
সোনার সংসার গড়ার লোভ দেখিয়ে
বিক্রি করে দিলো রাতের অন্ধকারে।।
হাত বদল হলে নারী যেমন বেশ্যা
ঘুম চুরি হলে, রাত তেমনি কলঙ্কিত অপয়া।
এ সমাজ তোমায় কখনো মেনে নিবে না
কারণ, নারী তুমি নষ্টা...!!
রচনাকালঃ ০৫ নভেম্বর ২০১৮ইং
বাগবাড়ী, লক্ষ্মীপুর।।