শব্দ খুঁজে পাই না
      ✍শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)
             ক্রমিক-নংঃ ৩৪২

শতো অভিযোগ তোমার নামে
শব্দের অভাবে কখনো
তোমার দেওয়া ডায়েরীতে
সাজানো হয় না অভিযোগের পাহাড়।

আমি শব্দ খুঁজে পাই না
কি ভাববো, কি লিখবো?
কি বলবো তোমায় নিয়ে
কেননা, তুমিটায় যে আজ অতীত...!

তাই ধুলোয় ভারী হয়ে থাকা ডায়েরীটা
আর কখনো ছোঁয়া হয় না,
অনুভব হয়না তোমার হাতের স্পর্শতা
আর তাই কখনো পরিস্কার করাও হয় না।

ডায়েরীরও বুঝি মন খারাপের
অভিযোগ আছে আমার উপর।
তাই তো চুপচাপ বয়ে যাচ্ছে, সকল অবহেলা
হয়তো ডায়েরীও শব্দ খুঁজে পায় না।

আমি রাত বিরাতে অন্ধকারের মাঝে
তোমার নামে অভিযোগ করি
তখনো নিশ্চুপ থেকে সে,
শুনশান নিরবতা তে ই অভিযোগ জমাই।

আমি শব্দ খোঁজে পাইনা
কি অভিযোগ করবো তোমায়,
তোমার নামে কোন ঠিকানায়...?

রচনাকালঃ ০৭ই জুলাই ২০১৯ইং
লক্ষ্মীপুর