প্রথমাংশ
ক্রমিক-নংঃ ২৬৬
------ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)
আমার কাছে কেউ কেউ জানতে চায়
পৃথিবীর কোন নারীর প্রেমে, আমি নিজেকে হারায়।
প্রথম কাকে নিয়ে কবিতা কিংবা চিত্রনাট্য লিখেছি
প্রথম কার নাম ডায়েরির কোণে লুকিয়ে লিখেছি
আবার, কেউ কেউ প্রশ্ন রেখেছিল"নারিয়া"কে...?
কি তার বংশ-পরিচয় আরও কত কি প্রশ্ন.....!
উত্তরে আমি সর্বদায় নির্বাক, শুধু ফেলেছি দীর্ঘশ্বাস।।
ভালবেসে প্রথম কার হাতটি ধরে পথ চলতে শিখেছি
প্রথম কার চোখের মায়াবী মায়ায়, আমার আমিকে হারিয়েছি
প্রথম কার আঁচলের রঙ্গিন সুতোয় মুখ লুকিয়েছি
প্রথম কবে কেঁদেছি কিসের ভাবনায়
তার পরে ক্রমান্বয়ে কত বৃষ্টি কত বর্ষা বয়ে গেছে,
হিসেব নেই তার।।
প্রথম কবে বুকে আঁকড়ে ধরেছিলাম কবিতাকে
সেই অনুভূতিটা কখন যে মিশে গেছে দক্ষিণা বাতাসে
টের পাইনি
প্রথম কবে খোদায় করে লিখেছিলাম তোমার নাম
প্রথম বার ভালবাসি কতটা বলতে গিয়ে
কতবার জড়িয়ে ধরেছিল জড়তা,
সেই ইতিহাস শুধু আমি জানি।।
প্রথম কবে কোকিলের গান শুনেছিলাম
ছোট্ট খরগোশ ছানা পুষে ছিলাম, সন্ধ্যাতারা দেখেছিলাম
সব কিছুই কারো নির্ভুলভাবে মনে থাকে না
না জানি কে কবে, প্রথম দিয়ে ছিলো
মুঠোভরতি কদমফুল আর লাজুক চিঠি।।
রচনাকালঃ০১--১২--২০১৭ইং
[প্রকাশিতঃদুঃখওয়ালা(যৌথকাব্য/২০১৮)]