পতিতার গল্প
ক্রমিক-নংঃ ৩৩১
-শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)
বেহায়া পুরুষ তুই
কি দেখছিস এমন করে?
কেনো চিনতে পারছিস না আমায়!
গলির মোড়ে দাড়িয়ে থাকা
সন্ধ্যার নিয়ন আলোয়, সেই মেয়েটি আমি।
না, আমি তো মেয়ে নই!
আমি তো নষ্টা, আমি'ই তো পতিতা।
রোজ সন্ধ্যায় নতুন নতুন খদ্দের আসে
রোজ বিষাক্ত নখের থাবায় চিরেপুড়ে খায়
তারা এই রক্ত মাংসের দেহ্।
রাত পেরিয়ে ভোর হলে
নির্দ্বাধায় আমার দিকে আঙ্গুল তুলে
গলা ফাটিয়ে বলে, মেয়ে তুই বেশ্যা!
মেয়ে তুই কলঙ্কিনি
আর কতদিন এসমাজ ধ্বংস করবি?
এমন ভাবে বলছো বাবু সাহেব
যেন তুমি নীম-ডেটল
আর গরম জলে ধোঁয়া তুলসি পাতা
আমি যেন সখ করে গতর বেচে খাই।
আমারও তো ইচ্ছে ছিলো স্বামীর ঘর করবো
সন্তান জন্ম দিবো, একজন আদর্শ মা হবো।
বলতে কি পারো বাবু তুমি?
তবে কেন আজ নষ্টা মেয়ে আমি...?
রচনাকালঃ ০৫ই মে ২০১৯ইং
বাগবাড়ী, লক্ষ্মীপুর।
[যেকোন ভুল-ত্রুটি মতামত অবশ্যই জানাবেন।]